Big Update: বাসের ভাড়া বেড়ে যাচ্ছে! আবার পকেটে ছ্যাঁকা

কলকাতা এবং তার আশেপাশে যারা নিয়মিত বাসে যাতায়াত করে তাদের জন্য একটা খারাপ খবর। বৃদ্ধি পেতে পারে সরকারি এবং বেসরকারি বাসের ভাড়া। কিন্তু কেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
buskolkata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কলকাতাসহ শহরতলিতে পরিবহণের অন্যতম পরিচিত মাধ্যম হল সরকারি ও বেসরকারি বাস। গণ পরিবহণে ব্যবহৃত সমস্ত রকম বাসের ভাড়া বাড়ানোর দাবি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। বাস মালিক সংগঠনগুলির সঙ্গে এখন এই ব্যাপার নিয়ে একমত বিধানসভার এস্টিমেট কমিটিও। আর এই ব্যাপারে রাজ্য সরকারের কাছে বিধানসভার এস্টিমেট কমিটি সুপারিশ পেশ করেছে। পরিবহণ দফতর সংক্রান্ত বিধানসভার কমিটি সম্প্রতি যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে যে  ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি ও বেসরকারি বাসের ভাড়া বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

এর আগে শেষ বার ২০১৮ সালের ১৮ জুন কলকাতা ও জেলায় বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছিল। এখন বিধানসভার এস্টিমেট কমিটির মতে, বাসগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভাল পরিষেবা দেওয়ার জন্য ভাড়া কাঠামোর পুনর্বিন্যাস করতে হবে। নানা কারণে সরকারি ও বেসরকারি বাসের ভাড়ার মধ্যে যে বৈষম্য আছে সেটাও তুলে ধরা হয়েছে।