নিজস্ব প্রতিবেদন : দ্রোহের কার্নিভাল আটকাতে কলকাতা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা শহরটিকে দুর্গে পরিণত করেছে। আইন প্রণয়নের মাধ্যমে ডাক্তারদের আন্দোলন দমনের চেষ্টা চলছে, শহরের হৃদপিণ্ডকে ঘিরে ফেলা হয়েছে লৌহপ্রাচীরে। গার্ডরেল ও মোটা শিকলে তালাবন্ধ করা হয়েছে, যা জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের স্মৃতি মনে করিয়ে দেয়। আগেরবার পুলিশের হেড কোয়ার্টারে পৌঁছানোর আগেই ডাক্তারদের আটকে দেওয়া হয়েছিল। এবারও ধর্মতলা অঞ্চলে একইভাবে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল আটকানোর জন্য কলকাতা পুলিশ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগের নির্দেশিকা জারি করার পর, নিরাপত্তা কড়াকড়ি চরমে পৌঁছেছে। রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের দুটি প্রান্তে গার্ডরেল ও বিরাট অ্যালুমিনিয়াম ব্যারিকেড বসানো হয়েছে, যাতে আন্দোলনকারীরা সেখানে প্রবেশ করতে না পারেন।এছাড়া, বাঁশের ব্যারিকেড এবং লোহার শিকল দিয়ে গার্ডরেলগুলি বাঁধা হয়েছে। দূরপাল্লার বাসগুলোকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কারণ পুলিশ তাদের এখানেই থাকতে বলেছে।
পুলিশের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্টর্সের আইনজীবীরা প্রধান বিচারপতিকে ইমেল করেছেন, এবং বিচারপতি রবি কিষাণ কাপুরের বিশেষ বেঞ্চে আজ দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা রয়েছে। আদালতের রায় কী হবে, সেটাই এখন দেখার।