নিজস্ব সংবাদদাতা: বছরের শেষ দিনে বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। রাস্তা পার হওয়ার সময় বারাসাত-হাওড়া রুটের একটি বাস এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাটি তেলেঙ্গাবাগানে হয়েছে। ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বিধাননগর এলাকা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় দুটি বাসে রেষারেষি শুরু হয়েছিল। জানা যায় সেই সময় এক মহিলা বাজার করার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিলেন। সেঅ সময় এল২৩৮ রুটের একটি বাস হঠাৎ করে সামনে চলে আসে। ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। বাস ভাঙচুর করেন। মাঝে মাঝেই বাস দুর্ঘটনার সাক্ষী থেকে বিধাননগর এলাকা। কখনও আবার বাস থেকে যাত্রী নামানো নিয়ে বচসা শুরু হয়। ঘটনায় এলাকার বিধায়ক পৌঁছায়। ঘটনায় ক্ষুব্ধ এক স্থানীয় বাসিন্দা বলেন, “রেষারেষি তো হয়ই। সামনেই উল্টোডাঙা স্টেশন। কত তাড়াতাড়ি লোকজন তুলবে সেই একটা ব্যাপার তো আছেই। এখানে উল্টো দিকেই বাজার রয়েছে। ওই কারণে প্রচুর মানুষ আসেন। রাস্তা পারাপার করেন। একটু তো নজর দেওয়া উচিত।”