বেপরোয়া বাসের দৌরাত্ম্য, বাসের জন্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই সব শেষ বৃদ্ধার

দুর্ঘটনা ঘটতেই পুলিশ আহতদের তড়িঘড়ি নিয়ে যায় মেডিক্যাল কলেজে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। ব্যস্ত সময়ে বড়বাজারে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস। তার ধাক্কায় গুরুতর জখম ৪ জন। যার মধ্যে জানা যাচ্ছে, ৬০ বছরের এক প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। বাকি তিন জনের অবস্থাও আশঙ্কাজনক। আটক করা হয়েছে মিনিবাসের চালককে।

ঢিলছোড়়া দূরত্বে রয়েছে বড়বাজার থানা। পুলিশের নাকের ডগায় কীভাবে বেপরোয়া গতিতে বাস যাচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন পথচলতি মানুষ। তবে ঘটনার খবর পেতেই তড়িঘড়ি দৌড়ে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দেয় তারা।

bus accident1

জানা গিয়েছে এমজি রোডে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে মিনিবাস। সেই সময় ফুটপাথেই দাঁড়িয়ে ছিলেন ওই চার মহিলা। তাঁদের সাথে একটি শিশুও ছিল। কিন্তু বাসটি ধাক্কা মারতেই শিশুটি ছিটকে গিয়ে গার্ডরেলের কাছে গিয়ে পড়ে। তাই তাঁর নাকে সামান্য চোট লাগলেও, শিশুটি সুস্থ আছে। তবে গুরুতর আহত হন ঐ চার মহিলা। আহত চার মহিলার মধ্যে ৩ জন ছিলেন ষাটোর্ধ্ব এবং ১ জন ছিলেন ৩১ বছর বয়সী। 

দুর্ঘটনা ঘটতেই পুলিশ আহতদের তড়িঘড়ি নিয়ে যায় মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে আহত চারজনই মহিলা। আহতদের মধ্যে এক মহিলা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Accident