বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা, ব্রাত্য তৃণমূল

কি এমন হল ?

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত বাংলার প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য। তার স্মরণে স্মরণস্রনের আয়োজন কড়া হয়েছে। সেখানে নিমন্ত্রণ পেয়েছে বিজেপি। কিন্তু ব্রাত্য শাসক দল তৃণমূল। 

Mamata Banerjee: তাঁকে দেখে হাত নেড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে  বেরিয়ে জানালেন মমতা

সূত্র মারফত জানা গিয়েছে যে, শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই স্মরণসভায় আমন্ত্রণ করা হয়নি। এ ক্ষেত্রে উল্লেখ্য যে,  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়েই পাম অ‌্যাভিনিউয়ের বাড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অসুস্থ থাকাকালীন বুদ্ধবাবুকে দেখতে বা খোঁজ নিতে একাধিবার গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও মিলল না নিমন্ত্রণ। 

Bam and Ram did it': Mamata Banerjee blames Left parties, BJP for mob  attack at RG Kar hospital; says protesting doctors had no role | Kolkata  News - The Indian Express