লড়াই শেষ! বাড়ি ফিরছেন সবার প্রিয় বুদ্ধদেববাবু

গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে পরিস্থিতিতে সেদিন বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও।

author-image
Aniruddha Chakraborty
New Update
BUDDHADEB

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ নিজের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১২ দিনের মাথায় বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল থেকেই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে প্রস্তুতি শুরু। হাসপাতালের বাইরে প্রস্তুত করা হচ্ছে সিসিইউ অ্যাম্বুলেন্স। হাসপাতালে সূত্রে খবর, এই অ্যাম্বুলেন্সে করেই পাম অ্যাভিনিউয়ের বাড়ির উদ্দেশে রওনা দেবেন বুদ্ধদেববাবু। বুদ্ধদেববাবুকে বাড়ি পাঠানোর আগে চিকিৎসকদের একটি দল গিয়ে তাঁর বাড়ির এক কামরার ঘর পরিদর্শন করে এসেছেন। কোন জায়গায় বিছানা থাকবে, কোন জায়গায় চিকিৎসার সরঞ্জাম থাকবে, সবটাই ঠিক করে দেন চিকিৎসকরা। ঘর জীবাণুমুক্তকরণ করা হয়েছে।

সূত্রে খবর, ঘরে রাখা হবে ‘কার্ডিয়াক মনিটর’ , যাতে অক্সিজেনের মাত্রা ওঠানামা, রক্তচাপ, হৃদস্পন্দন সবটাই মূল্যায়ন করা যাবে। বুদ্ধবাবুর জন্য একটি নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হয়েছে।