সোনার বিস্কুট! ফের সাফল্য বিএসএফ-র, আটক ১

সীমান্তে সোনা চোরাচালান ফের একবার আটকে দিল বিএসএফ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার পেট্রাপোলের ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) ৩ কোটি ৭ লাখ টাকা মূল্যের ৫.২৪ কেজি ওজনের ৪৫টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ১৪৫ ব্যাটালিয়নের আইসিপি পেট্রাপোলের সজাগ জওয়ানরা ৪৫টি সোনার বিস্কুটসহ এক পাচারকারীকে আটক করেছে। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা একটি খালি ট্রাকে সোনার বিস্কুট আনার চেষ্টা করছিল। আটক ট্রাক চালকের নাম সম্রাট বিশ্বাস, যিনি উত্তর চব্বিশ পরগনা জেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সম্রাট ট্রাক চালক হিসেবে কাজ করেন এবং নিয়মিত রফতানি পণ্য নিয়ে বাংলাদেশে যান। অভিযুক্ত জানান, গত ২১ আগস্ট ওই ট্রাকে স্পঞ্জ লোহা লোড করতে বাংলাদেশে যান তিনি। গত ২৫ আগস্ট ভারতে ফেরার পথে যশোরের বেনাপোলের বাসিন্দা সুমন মন্ডল বেনাপোলের আইসিপিতে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন এবং ৪৫টি সোনার বিস্কুট হস্তান্তর করেন। অভিযুক্ত জানান, সুমন মণ্ডলের নির্দেশে ভারতে এসে গোপালনগরের বাসিন্দা সালাম মণ্ডলের হাতে সোনার বিস্কুট তুলে দেওয়ার কথা ছিল। 

বিএসএফ জানিয়েছে, আটক চোরাকারবারীকে বাজেয়াপ্ত করা স্বর্ণসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।