Panchayat Update: এবার রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী!

পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে যে পরিমাণ হিংসা ছড়িয়েছে তাতে ভীত এবং আতঙ্কিত সাধারণ মানুষ। একের পর এক খুন, মৃত্যুর খবর আসছে। ভোট মিটে যাওয়ার পরেও রেহাই নেই।

author-image
Anusmita Bhattacharya
New Update
123

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ভোটকে কেন্দ্র করে একের পর এক রক্তপাত হয়েই যাচ্ছে। প্রচুর মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। তাঁদের মধ্যে নেতা, কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও রয়েছেন। এবার এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর ডিআইজি পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন। চিঠিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর ডিআইজি লেখেন, 'পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পরে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখাশোনা করতে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে একত্রে কাজ করবে'।