নিজস্ব সংবাদদাতা: ব্রিগেডে গীতাপাঠ হবে যা নিয়ে একেবারে হইহই কাণ্ড রাজনীতিতে। সাজো সাজো রব গেরুয়া শিবিরে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে আসার কথা থাকলেও তিনি আসবেন না বলে আগেই জানা গিয়েছিল। রবিবার সকাল ৯টা থেকে অংশগ্রহণকারীরা ব্রিগেডের ময়দানে হাজির হবেন। সকাল ১০টা থেকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তার সময়সূচিটা জেনে নিন।
১০টা থেকে শুরু ভজন। সাড়ে ১০টা থেকে শুরু করা হবে শোভাযাত্রা। এরপর শোভাযাত্রা শেষ হলেই আরতি শুরু করে দেওয়া হবে ১১টা ৫ মিনিট থেকে। ১০ মিনিট হবে আরতি। এরপর শুরু করা হবে বেদ পাঠ। সাড়ে ১১টা পর্যন্ত বেদপাঠ চলার পর শঙ্করাচর্যকে বরণ করা হবে। পৌনে ১২টায় স্বাগত ভাষণ শুরু হবে। এই ভাষণ শেষ হলে আবার শুরু হবে গীতাপাঠ। মোটামুটি ১২টা ১০ থেকে শুরু হবে গীতাপাঠ যা এক ঘণ্টা ধরে চলবে। গলা মেলাতে পারেন ভক্তরাও। সওয়া ১টা নাগাদ গীতাপাঠ শেষ হওয়ার পরে বক্তব্য রাখবেন দ্বৈতপতিজি। এরপরই শেষ গীতাপাঠের আসর।