ব্রেকিংঃ সরকারি হাসপাতালে বেসরকারী নিরাপত্তা রক্ষীরা, চলবে প্রশিক্ষণ

কড়া নিরাপত্তা হাসপাতাল চত্বরে।

author-image
Adrita
New Update
kolkata police edit .jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার পুজো চলাকালীন কলকাতা পুলিশের বিশেষ নজরদারি থাকছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, কর্মরত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তার ভার দেওয়া হয়েছে। এই আবহে তাদেরকে দেওয়া হবে বিশেষ ট্রেনিং। 

জাল নোট চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ, গ্রেফতার ১

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর জন্যও এই নিরাপত্তা রক্ষীদের বসানো হবে বলেও জানা গিয়েছে। ট্রেনিং দেবে কলকাতা পুলিশ। জানা গিয়েছে যে, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৫ অশেষ বিশ্বাস, যুগ্ম কমিশনার (ট্রেনিং) মেহমুদ আখতার এবং যুগ্ম কমিশনার (সংগঠন) অজয় প্রসাদ এই ট্রেনিংয়ের ‘মডিউল’ তৈরির দায়িত্বে রয়েছেন। 

শহরের একাধিক জায়গায় তল্লাশি কলকাতা পুলিশের