নিজস্ব সংবাদদাতাঃ এবার নির্যাতিতার বিচার চেয়ে পথে নামলেন টেট পরীক্ষার্থীরা। তারা বিগত বছরগুলি থেকে চাকরি জন্য বসে আছেন। তাদের দাবী যে তারা পরীক্ষায় পাশা করলেও মেলেনি নিয়োগপত্র।
এই আবহেই আজ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা মিছিল করছেন। সূত্র মারফত জানা গিয়েছে যে একদিকে যেমন তারা নিজেদের চাকরির জন্যও আজ দাবী জানিয়ে পথে নেমেছেন, সেরকমই আজ তারা, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সাথে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার চাইছেন।
উল্লেখ্য, আজ ৪৫ দিন কেটে গিয়েছে। ' অভয়া ' বিচার পায়নি। আরও উল্লেখ্য যে আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে।