নিজস্ব সংবাদদাতাঃ খাস কলকাতায় বায়ো মেডিক্যাল বর্জ্য পদার্থ রিসাইকেল করার চক্র সামনে এল। সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতার বানতলায় এক গুদামঘরের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে বিভিন্ন হাসপাতালের বায়ো মেডিক্যাল বর্জ্য পদার্থ নিয়ে এসে রিসাইকেল করা হয় বলে জানা গিয়েছে।
এখন প্রশ্ন উঠছে যে, কীভাবে এইসব ফেলে দেওয়া জিনিসপত্র এই গুদামঘরে এল ? এর পাশাপাশি, বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, বিভিন্ন হাসপাতালের সমস্ত বর্জ্য, যেগুলিকে নষ্ট করে দেওয়াই কাম্য, সেইসব বর্জ্য পদার্থ নিয়েই চলছে রিসাইকেল। জানা গিয়েছে যে, শুধুই রিসাইকেল নয়, সেগুলিকে ফের পাঁচার করা হয় অন্যত্র। এই খবরে রীতিমত সংক্রমণের আশঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।