নিজস্ব সংবাদদাতা: চলমান চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে সাংবাদিক বৈঠক করে তাঁদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর স্পষ্ট বার্তা, “আমরা আমাদের কাজ করছি। সেটা করতে দেওয়া হোক। আপনারাও আপনাদের কাজ করুন। ধৈর্য ধরুন”।
সোমবার বিকেল থেকে এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছেন চাকরিহারারা। তাঁদের দাবি, অবিলম্বে যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। এর মাঝেই শিক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, “চাকরিহারারা যে পরিস্থিতি তৈরি করছেন, তাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে যেতে পারে। আর যদি তা হয়, তার দায় তাঁদেরই নিতে হবে”।
/anm-bengali/media/media_files/2025/04/21/1Y2Ng0xtVVmCWdhEq8rf.JPG)
তিনি আরও বলেন, “আমি অনুরোধ করব, এমন কোনও কাজ করবেন না যাতে আপনারাই সমস্যায় পড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা হয়, এমন কিছু যেন না ঘটে”।
ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন। রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ – সবাই তাঁদের পাশে রয়েছে। তিনি জানান, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে এবং বিচারপতির নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হবে।