নিজস্ব সংবাদদাতা: কুণাল ঘোষ করলেন বিশেষ পোস্ট।
তিনি লেখেন, আপনাদের সকলকে জানানো হচ্ছে যে শ্রী ব্রাত্য বসু, মাননীয় MIC, শিক্ষা বিভাগ এবং পার্টির এডুকেশন সেলের সভাপতি মনিশঙ্কর মন্ডল, প্রীতম হালদার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের শৃঙ্খলাহীন কার্যকলাপের কারণে তাদের সমস্ত পদ ও সংস্থা থেকে অবিলম্বে বহিষ্কার করেছেন। এডুকেশন সেলের প্রধান ব্রাত্য বসুর এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট AITMC লিডারশিপ দ্বারা অনুমোদিত। বিভ্রান্তির প্রশ্নই আসে না। একটি মহল বিকৃত সংবাদ ব্যবহার করে এবং মিথ্যা আখ্যান তৈরি করে বিষয়টিকে অন্য দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।