নিজস্ব সংবাদদাতা : গতকাল চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে, এই বিষয়ে কথা বলার ঘোষণা করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু আজ শিক্ষদের ওপর লাঠিচার্জ করার প্রতিবাদে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রতি লেখা নিজের চিঠিটিও ছিঁড়ে ফেলেন তিনি। আর এবার এই প্রসঙ্গেই অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করলেন ব্রাত্য বসু। তিনি বলেন, '' উনি যে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন না, সেটি কোনও যুক্তিই নয়।
/anm-bengali/media/media_files/COV3DgcGqORH7yBvAhrH.jpg)
আমার মনে হয় উনি নিজের দলের মধ্যেই এই কোনও বিপদে পড়েছেন। তাই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন।'' এরপর তিনি বলেন, ''শিক্ষা দপ্তর এই ধরণের কোনও দুর্নীতির সাথে কোনদিনও যুক্ত ছিল না।''
দলের মধ্যে বিপদে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি ! কেন এমন দাবি করলেন ব্রাত্য বসু ?
কেন এমন কথা বললেন ব্রাত্য বসু ?
নিজস্ব সংবাদদাতা : গতকাল চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে, এই বিষয়ে কথা বলার ঘোষণা করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু আজ শিক্ষদের ওপর লাঠিচার্জ করার প্রতিবাদে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রতি লেখা নিজের চিঠিটিও ছিঁড়ে ফেলেন তিনি। আর এবার এই প্রসঙ্গেই অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করলেন ব্রাত্য বসু। তিনি বলেন, '' উনি যে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন না, সেটি কোনও যুক্তিই নয়।
আমার মনে হয় উনি নিজের দলের মধ্যেই এই কোনও বিপদে পড়েছেন। তাই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন।'' এরপর তিনি বলেন, ''শিক্ষা দপ্তর এই ধরণের কোনও দুর্নীতির সাথে কোনদিনও যুক্ত ছিল না।''