রাজ্যপাল সাদা হাতি! সারপ্রাইজ ভিজিট প্রসঙ্গে বিস্ফোরক ব্রাত্য

''রাজ্যপাল নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। শ্বেত হস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন।”চলতি সপ্তাহে আচমকাই বিশ্ববিদ্যালয়গুলিতে হাজির হন আচার্য। আর এ নিয়েও ক্ষোভের সুর ব্রাত্যর গলায়।

author-image
Pallabi Sanyal
New Update
ব্রাত্য বসু

ব্রাত্য বসু

নিজস্ব সংবাদদাতা : রাজ্য-রাজ্যপাল সংঘাত ক্রমে তীব্রতর হচ্ছে। একাধিক ইস্যুতে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে  নিশানা করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এমনকি, রাজ্যপালকে তিনি তুলনা করেছেন সাদা হাতির সঙ্গেও। চলতি সপ্তাহে আচমকাই বিশ্ববিদ্যালয়গুলিতে হাজির হন আচার্য।  আর এ নিয়েও ক্ষোভের সুর ব্রাত্যর গলায়। রাজ্যপালের একের পর এক সারপ্রাইজ ভিজিটের বিষয়ে শিক্ষামন্ত্রীর দাবি, এ বিষয়ে রাজ্যের শিক্ষা দফতর বা মুখ্যমন্ত্রী, কাউকেই কিছু জানানো হয়নি। এমনকি তিনিও কিছু জানতেন না। কটাক্ষের সুরে তিনি বলেন, ''রাজ্যপাল নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। শ্বেত হস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন।” ব্রাত্য সাফ এও জনিয়ে দিয়েছেন যে রাজ্যপালকে আচার্য হিসেবে চায় না সরকার, চায় মুখ্যমন্ত্রীকে। শিক্ষাব্যবস্থায় রাজ্যপাল বা রাজভবনের নিয়ন্ত্রণ কোনওভাবেই রাজ্য সরকার মেনে নেবে না। উপাচার্য নিয়োগ নিয়েও সুর চড়িয়েছেন ব্রাত্য। বলেন, ''রাজ্যপাল ইচ্ছামতো উপাচার্য নিয়োগ করছেন। কাকে নিয়োগ করছেন, বলছেন না। আমাকেও বলছেন না। মুখ্যমন্ত্রীকেও বলছেন না। একক নিয়ন্ত্রণ মেনে নেব না।”  আচার্য নিয়োগ বিল ইচ্ছাকৃতভাবে আটকে রাখার অভিযোগ তুলেছেন আচার্যের বিরুদ্ধে। এবিষয়ে ব্রাত্যর বক্তব্য, ''ইচ্ছা করে রাজ্যের আচার্য নিয়োগ বিল আটকে রেখেছেন রাজ্যপাল। সুপ্রিম কোর্ট যেখানে বলছে, কোনও রাজ্যপাল দু’সপ্তাহের বেশি কোনও বিল আটকে রাখতে পারে না, সেখানে ১০ মাস রাজ্যের আচার্য নিয়োগ বিল আটকে রাখা হয়েছে। হয় সই করুন, নয় ফেরত পাঠান।''