নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঘটা হিংসার পরিবেশ দেখে ব্যথিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে 'ধর্মযুদ্ধ' ঘোষণা করেছিলেন তিনি। এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিলেন বোস। সূত্রে খবর, রাজ্য ঘটে যাওয়া প্রায় সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ হাইকোর্টে জমা দিতে বললেন তিনি।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। সবমিলিয়ে মোট ৪৭ জন মানুষের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে রাজভবনের পিসরুমে জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার হিংসার অভিযোগ। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।