ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! ভুয়ো খবর ছড়ানোর জেরে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বোমা থাকার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কলকাতা বিমান বন্দরের নিরাপত্তারক্ষীরা এক ব্যক্তিকে আটক করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
indigo flight edit .jpg

নিজস্ব সংবাদদাতা: বিমানে বোমা আছে বলে মিথ্যা হুমকি দেওয়ার ঘটনায় কলকাতা বিমানবন্দরের  নিরাপত্তা সংস্থা এক ব্যক্তিকে আটক করেছে। বিমানবন্দরের বোর্ডিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

প্রসঙ্গত,  চেন্নাইগামী কলকাতার ওই বিমানে বোমা আছে বলে আতঙ্ক ছড়ানো হয়। বিমানে বোমা রাখা আছে বলে ফোন আসে ইন্ডিগোর কাছে। তখনই কোনও ঝুঁকি না নিয়ে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সকলেই সুরক্ষিত আছেন বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, রবিবার বিমানটি কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। এই বোমাতঙ্কের খবর ছড়ানোর জন্য একজনকে আটক করা হয়েছে। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এই জিজ্ঞাসাবাদ চলছে। কেন ভুয়ো খবর ছড়ানো হয়েছে, সেই নিয়েও প্রশ্ন করা হয়েছে।

f