কলকাতায় বিজেপি অফিসের বাইরে বোমাতঙ্ক! এই মুহূর্তের বিগ ব্রেকিং

মাহেশ্বরী ভবনের বাইরে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breaknews

নিজস্ব সংবাদদাতাঃ ঘরছাড়া বিজেপি কর্মীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে কলকাতায় মাহেশ্বরী ভবনে। সূত্রে খবর, রবিবার অর্থাৎ আজ সন্ধ্যায় শহরে পা রেখেই মাহেশ্বরী ভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি চার সদস্যের প্রতিনিধি দল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ চার সদস্যের সেই টিম সবে মাহেশ্বরী ভবনে ঢুকেছে, বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে। ঠিক সেই সময়েই মাহেশ্বরী ভবনের বাইরে ছড়াল বোমাতঙ্ক। রাস্তার ডিভাইডারে সুতলি বোমার মতো দেখতে একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। তা থেকেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয় এলাকায়। 

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশের একটি টিম। সুতলি বোমার মতো দেখতে ওই বস্তুটি যেখানে পড়ে ছিল, সেই জায়গাটি ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। নিয়ে আসা হয় স্নিফার ডগ। আনা হয় বম্ব ডিটেক্টরও। শেষ পর্যন্ত বম্ব স্কোয়াডের টিম সন্দেহজনক ওই বস্তুটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যান। যদিও ওই বস্তুটি আদৌ বোমা ছিল কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Add 1