দুর্ঘটনায় আহতের বাড়ি যেতে চমকে গেল পুলিশ ! পড়ে রয়েছে তিন জনের মৃতদেহ

ট্যাংরায় একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধার।

author-image
Tamalika Chakraborty
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ট্যাংরায় একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু। ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।এ অটল সুর রোডে  দুই গৃহবধূ ও এক কিশোরীর দেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে টাংরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁচেছে। তিনজনে আত্মহত্যা করেছেন নাকি খুন করা হয়েছে, সেই দিকে পুলিশ নজর দিচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের একজনের স্বামী পথ দুর্ঘটনায় আহত হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ আহতের বাড়ি যান। সেখানে গিয়েই তিন জনের দেহ উদ্ধার করা হয়। তিন জনের হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে।  ফলে ওই দুর্ঘটনার সঙ্গে এই তিন মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ঘটনাস্থলে যাচ্ছে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার৷  জানা গিয়েছে, পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল। এই মৃত্যুর নেপথ্যে কোনও  মানসিক অবসাদ ছিল নাকি অন্য কোনও কারণ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।