নিজস্ব সংবাদদাতা : সোমবার দুর্গাপুজোর দ্বিতীয়া। রোদ ঝলমলে আকাশ। পুজোয় বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। আরবসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির খবর পাওয়া যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে ফের কি অসুর বৃষ্টি পুজোর আনন্দ ভেস্তে দেবে? এমনই প্রশ্ন উঠছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এসুর নয় লক্ষ্মী হবে বৃষ্টি। তেমন ঝামেলা করবে না। আরব সাগরের ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপে মাটি হবে না বাংলার মানুষদের পুজোর আনন্দ। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত মূলত ঝলমলে আবহাওয়া থাকবে। তবে, পুজোর শেষের দিকে রয়েছে আবহাওয়ার ভোলবদলের পূর্বাভাস। নবমী এবং দশমী বিক্ষিপ্তভাব খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু জেলায়। উত্তুরে হাওয়ায় প্রবেশ করবে বঙ্গে। ফলে শীত বরণের জন্য প্রস্তুত থাকুন। প্রসঙ্গত, সোমবার সপ্তাহের শুরুতেই ঘাম প্যাচপ্যাচে অবস্থা। বজায় রয়েছে আর্দ্রতাজনিত কষ্ট। তবে, মেঘমুক্ত থাকবে আকাশ।