নীল আকাশে কালো মেঘ! ঝরে পড়ছে টুপ টাপ

সকালে রোদ, বিকেলে বৃষ্টি! জোড়া ঘূর্ণাবর্ত! মুহূর্তেই ভোল বদলাচ্ছে আবহাওয়া। বিকেলের শহর বৃষ্টিতে ভিজলো। অস্বস্তিও খানিক দূর হল। তবে কয়েক ফোঁটার বৃষ্টিতে কি মিলবে পুরোপুরি স্বস্তি?

author-image
Pallabi Sanyal
New Update
১১

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সকাল থেকে নীল আকাশে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘের ভেলা। দেখে বোঝার জো ছিল না যে এটা শরত কাল নাকি বর্ষাকাল। পুজোর সময়ে যেমন আকাশের অবস্থা থাকে বর্ষার সকালগুলিতেও কোনো কোনো দিন সেই নীল সাদা আকাশের দেখা মেলে। রোদেলা দিনে বজায় রয়েছে অস্বস্তি। তবে, দুপুর গড়িয়ে বিকেল হতেই ভোল বদল আকাশের। মুহূর্তেই বদলে গেল নীল আকাশ। এক নিমেষে ফিরে এল বর্ষার কালো মেঘের আকাশ। শুরু বৃষ্টি। প্রবল বেগে না হলেও ঝরে পড়ছে টুপ টাপ করে। রোদেলা দিনে যে অস্বস্তি বজায় ছিল তা খানিকটাই কমলো আকাশ মেঘলা হওয়ায়।