নিজস্ব সংবাদদাতা : সকাল থেকে নীল আকাশে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘের ভেলা। দেখে বোঝার জো ছিল না যে এটা শরত কাল নাকি বর্ষাকাল। পুজোর সময়ে যেমন আকাশের অবস্থা থাকে বর্ষার সকালগুলিতেও কোনো কোনো দিন সেই নীল সাদা আকাশের দেখা মেলে। রোদেলা দিনে বজায় রয়েছে অস্বস্তি। তবে, দুপুর গড়িয়ে বিকেল হতেই ভোল বদল আকাশের। মুহূর্তেই বদলে গেল নীল আকাশ। এক নিমেষে ফিরে এল বর্ষার কালো মেঘের আকাশ। শুরু বৃষ্টি। প্রবল বেগে না হলেও ঝরে পড়ছে টুপ টাপ করে। রোদেলা দিনে যে অস্বস্তি বজায় ছিল তা খানিকটাই কমলো আকাশ মেঘলা হওয়ায়।