নিজস্ব সংবাদদাতা : ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কড়া হুঁশিয়ারির সুরে বলেছিলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসার কথা বললে তার জিভ টেনে ছিঁড়ে দাও এটাই হবে আগামীদিনে আমাদের আন্দোলনের আসল রূপরেখা।" আর এর পাল্টা এবার মন্ত্রীর জিভ ছিঁড়ে নেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ট্যুইট বার্তায় তিনি মন্ত্রীর উদ্দেশ্যে কড়া ভাষায় লেখেন, "আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খারাপ কথা বললে আমরা আপনার জিহ্বা ছিঁড়ে ফেলব। এখন থেকে এটাই নিয়ম হবে।'' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সুকান্ত লেখেন, ''একজন মন্ত্রী সরকারী কর্মীদেরই হুমকি দিচ্ছেন, যারা বকেয়া ডিএ-র জন্য আন্দোলন করছেন। তাদের দাবিটা ন্যায্য দাবি, কিন্তু সরকারের বিবেক নেই।'' সুকান্তর প্রশ্ন, ''বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মন্ত্রী সহিংসতাকে উৎসাহিত করছেন। এটা কি 'ব্যর্থ' মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া সম্ভব?''