আর কত মৃত্যু? নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ

পঞ্চায়েত ভোটকে ঘিরে সরগরম বাংলা। এদিকে পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। কখন থামবে এই মৃত্যুলীলা? পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীরা কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন।

author-image
SWETA MITRA
New Update
bjp sec.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আবহে দফায় দফায় হিংসায় কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের বহু জেলা। জেলায় জেলায় রক্ত ঝরছে মানুষের। আতঙ্কিত ভোটার থেকে শুরু করে ভোট কর্মীরা। এই মৃত্যু মিছিল কখন থামবে? উঠছে প্রশ্ন। রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের সময় সহিংসতার ঘটনার মধ্যে, পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীরা কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন গেরুয়া শিবিরের কর্মীরা। এই প্ল্যাকার্ডে লেখা রয়েছে, শান্ত বাংলাকে রক্তাক্ত করা হল কেন? নির্বাচন কমিশনার জবাব দাও। দেখুন সেই ভিডিও…