কলকাতাঃ বুধে বিজেপির মহা মিছিল!

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস এবং আগামী লোকসভা নির্বাচন নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করে বিজেপি।

author-image
Aniruddha Chakraborty
New Update
SUKANTA.jpg

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। বাংলায় ফের মিছিলের ডাক রাজ্য বিজেপির। রাজ্যে সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১৯ জুলাই কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছে বিজেপি। অন্যদিকে অগস্ট মাস থেকে বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। সুকান্ত মজুমদারের কথায় তেমনই ইঙ্গিত। পঞ্চায়েত ভোটের পর রবিবার বিজেপির পর্যালোচনা বৈঠক ছিল। আলোচনায় বারবার ভোটের সন্ত্রাস উঠে এসেছে। ২০১৮ সালের ফলের নিরিখে এবারের ফল যেখানে যেখানে খারাপ, তা নিয়েও আলোচনা হয় এদিন। একইসঙ্গে ২০২৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি কোন পথে হেঁটে সংগঠনকে বাংলায় আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে, তারও একটা রূপরেখা এদিনের বৈঠকে উঠে এসেছে। সংগঠনকে আরও বেশি করে মানুষমুখী করা, জেলায় জেলায় সংগঠনের ভিত কতটা শক্ত, সব নিয়ে আলোচনা হয় এদিন।

বৈঠক শেষে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "পঞ্চায়েত ভোটের জন্য বহু কর্মসূচি বিজেপি পালন করে উঠতে পারেনি। এবার তা শুরু হবে। মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ার নানা কর্মসূচি রয়েছে তালিকায়।আগামী ১৯ তারিখ আমরা কলকাতায় একটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডাদের জুন মাসে বাংলায় আসার সম্ভাবনা শোনা গেলেও ভোট ঘোষণা হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।"