নিজস্ব সংবাদদাতা: দেশের ‘গেরুয়া কমরেড’ বিজেপি-র আয়ু আর মাত্রই ২ থেকে ৩ বছর। এভাবেই এদিন এই ভাষাতেই দেশের শাসক দলকে তীব্র কটাক্ষে ভরিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের নেতা কর্মী সমর্থকদের জন্য এক বিশেষ অধিবেশনের আয়োজন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টা থেকে শুরু হয় এই সমাবেশ।
/anm-bengali/media/media_files/2025/02/07/ucxJ1zheuOIfFs26dRQE.jpg)
এই সমাবেশ থেকে বিজেপিকে উদ্দেশ্যে করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “দুর্গাপুজোয় ক’দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় ক’দিন ছুটি দেয়? আমাদের এখানে ছুটি উইথড্র করেছিল এক অফিসার। তাকে শো কজ করা হয়েছে। আসলে বিজেপির বাইরেটা হলুদ আর ভেতরটা লাল”। এভাবেই এদিন বিজেপিকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সাথে তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বোচ্চ নেত্রী বলেন, “মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরে ফেলেছি। এবার যোগ্য জবাব দেব। সব থেকে বড় কথা হল ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি পুরোপুরি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু আর মাত্রই ২-৩ বছর। তারপরই বিজেপি পুরোপুরি শেষ হয়ে যাবে”।