নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি, রাজ্যের অনেক বুথেই ভোটগ্রহণ ঠিকঠাকভাবে সম্পন্ন হয়নি। কোথাও ভোটলুঠ, কোথাও ব্যালট বাক্স ভাঙচুর আবার কোথাও ব্যালট পেপার জ্বালিয়ে দেওয়া মতো ঘটনাও ঘটেছে।
সেইসব বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। কমিশন ১০ তারিখ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন করালেও তাতে সন্তুষ্ট হয়নি বিরোধীরা। বিজেপির অভিযোগ, তারা ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি জানায়। এবার কমিশন সেই তালিকা পাঠাল জেলাশাসকদের কাছে। জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফে।