সভা শুরু বিজেপির

বিজেপির মহা মিছিল শুরুর অপেক্ষা। কলেজ স্কোয়ারে শুরু হয়েছে সভা। বক্তব্য রাকছেন দলীয় নেতারা। মিছিলের অপেক্ষায় কর্মী-সমর্থকরা। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা এলেই শুরু হবে মিছিল।

author-image
Pallabi Sanyal
New Update
bjp bihar.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বিজেপির মহা মিছিল শুরুর আগে শুরু হয়েছে সভা। কলেজ স্কোয়ারে বাঁধা হয়েছে মঞ্চ। এসে পৌঁছিয়েছেন দলীয় বিধায়ক থেকে একের পর এক নেতারা। তারা বক্তব্য রাখছেন।  তবে অপেক্ষা এখন সুকান্ত-শুভেন্দু-দিলীপের আগমনের। তারা এলেই শুরু হবে মহা মিছিল। মিছিলে হাঁটার জন্য  প্রস্তুত বিজেপির কর্মীরা। বিজেপি নেতা রাহুল সিনহা জানান, ''যেভাবে সন্ত্রাস হয়েছে রাজ্যে এবারের পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিবাদে এই সভা। তৃণমূলের অপশাসন ঘটাবে বিজেপিই।''