নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, এর পাশাপাশি একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পথে নামল বিজেপি (BJP)। গড়িয়ার পথে রয়েছে বিজেপির এই মিছিল। আজ শনিবার এই মিছিলের নেতৃত্ব দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। রাজ্য থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে বলে জানান বঙ্গ বিজেপি নেতা রাহুল সিনহা।