নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।
বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, "কলকাতার ঘটনায় অপরাধীদের যেভাবে সুরক্ষা দেওয়া হয়েছে তা ঘটনার চেয়েও দুঃখজনক। যেভাবে (আর জি কর) অধ্যক্ষকে ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনও কলেজের অধ্যক্ষ হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে এটি বাংলা সরকারের করা তদন্তের উপর সন্দেহ জাগিয়েছে।
এরপরেই তিনি সরকারকে নিশানা করে লেখেন, 'তৃণমূল সরকারের কাছে আমার সোজা প্রশ্ন কেন এত দিন দেওয়া হচ্ছে? এটা কি প্রভাবিত করার জন্য? সন্দেশখালির ঘটনায় আমরা তা দেখেছি। তদন্ত কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার (সিবিআই) কাছে হস্তান্তর করা হচ্ছে না?... INDI জোটের দলগুলি পারস্পরিক অপরাধী উপাদানগুলিকে ঢেকে দিচ্ছে'।