নিজস্ব সংবাদদাতা: দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বাংলার প্রাক্তন ও বর্তমান সরকারকে করলেন আক্রমণ।
রাজু বিস্তা বলেন, "যখনই একজন নেতা কথা বলেন, তিনি মানুষের মনের কথাই বলেন এবং তার কথায় কিছু সারবত্তা বা যুক্তি থাকে। পশ্চিমবঙ্গের বার্ষিক বাজেট ৩.৭৮ লক্ষ কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ৮৬০ কোটি টাকা পায়। এটার মাত্র ৫০% টাকা কাজে লাগে। বাকি চলে যায় বাংলায়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি সমৃদ্ধ সম্পদ রয়েছে। আমরা বাংলা সরকারকে অনেক ট্যাক্সের টাকা দিই...কিন্তু কলকাতায় যিনিই ক্ষমতায় ছিলেন সে সিপিএম হোক বা আজকের টিএমসি, তারা একটাই কাজ করেছিল আমাদের সাথে প্রতারণা করা, আমাদের লুট করা এবং আমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা"।