একমাত্র অমিত শাহই পারেন বাংলার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে, আর কী বললেন বিজেপি সাংসদ

বাংলার ১০ কোটি মানুষ অমিত শাহকে ভালোবেসে স্বাগত জানাচ্ছেন। তাঁরা বিশ্বাস করছেন, একমাত্র অমিত শাহ বাংলার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন। তাতেই তৃণমূল হতাশ হয়ে পড়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
edit raju bista .jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবার ধর্মতলায় জনসভায় ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ''এটি তৃণমূলের হতাশা। অমিত শাহই একমাত্র ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গ থেকে টিএমসিকে উৎখাত করার সাহস পেয়েছেন। আজ পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষ তাঁকে ভালোবাসে স্বাগত জানায়। মানুষ আশা করেন, এই ব্যক্তি তাঁদের ন্যায়বিচার দিতে পারবেন এবং বাংলার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন। তাই তৃণমূল হতাশ। তৃণমূলের ছয়েরও বেশি নেতা কারাগারে এবং যাঁরা বাইরে, তাঁরা ভিতরে যেতে চলেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের কজন নেতা জেলের বাইরে থাকবেন, তা বলা কঠিন।"