আইনের শাসন নেই রাজ্যে! এবার গর্জে উঠলেন লকেট

সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে 'আইনের শাসন' প্রায় নেই বললেই চলে! তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা পিঙলা বিধানসভার ৮০ নম্বর বুথে বিজেপি কর্মী শান্তনু ঘোরাইককে খুন করে।"

author-image
Tamalika Chakraborty
New Update
locket chaterjee rt.jpg

নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুনের ঘটনায় গর্জে উঠলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেন, "পশ্চিমবঙ্গে 'আইনের শাসন' প্রায় নেই বললেই চলে! তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা পিঙলা বিধানসভার ৮০ নম্বর বুথে  বিজেপি কর্মী শান্তনু ঘোরাইককে খুন করে। তৃণমূলের শাসনে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা করুণায় বেঁচে থাকে। আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিকভাবে এই হিংসার জবাব দেবে।"

locket chaaterjee.jpg

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg