১২-১৩ বছর ধরে ঘুমোচ্ছেন...মুখ্যমন্ত্রী মমতাকে জাগাতে এসেছে বিজেপির কেন্দ্রীয় টিম!

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় টিম।

author-image
Aniruddha Chakraborty
New Update
mamata sadq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ 'পলিটিক্যাল ট্যুরিজম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগাতে এসেছি', বাংলায় নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শহরে পা রেখেই মাহেশ্বরী ভবনে আশ্রয় নেওয়া ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলায় লোকসভা নির্বাচন পরবর্তী অশান্তির বাস্তব চিত্র খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছেন জেপি নাড্ডা। কমিটিতে রয়েছেন বিপ্লব দেব, রবিশংকর প্রসাদ, ব্রিজ লাল ও কবিতা পাতিদার। পদ্ম শিবিরের কেন্দ্রীয় টিমের সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও।

;।,মন

তৃণমূলের এক নাগাড়ে খোঁচার এবার পাল্টা দিয়ে বিপ্লব দেব বলেন, "আমরা পলিটিক্যাল ট্যুরিজমের জন্য আসিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগানোর জন্য এসেছি। বিগত ১২-১৩ বছর ধরে তাঁর ঘুমই ভাঙছে না। রাজ্য সরকার যদি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ঠিকঠাক পালন করে, তাহলে দিল্লি থেকে বিজেপির প্রতিনিধি দলকে বাংলায় আসার দরকার হবে না।" 

Add 1