নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বিধানসভা। জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় রীতিমতো সরগরম রাজ্য-রাজনীতি। এর জন্যে আজ ৫ বিজেপি বিধায়ককে ডেকেও পাঠিয়েছে লালবাজার। আবার অন্যদিকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতাকে। সবমিলিয়ে সোমবার বিধানসভা চত্বরে যে কোনও উত্তেজনা ছড়াতে পারে, তার আগাম আন্দাজ করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই সবের মাঝে ফের বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট বিজেপির।
এদিন সপ্তাহের প্রথম দিন হওয়ায় মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ হয় বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সামনেই চলে ‘চোর চোর’ স্লোগান। তারপর তাঁদের সবাই মিলেই অধিবেশন ওয়াক আউট করে বেরিয়ে যান।