নিজস্ব সংবাদদাতাঃ বেহালায় (Behala) ট্রাকের তলায় পিষে গিয়ে মৃত্যু হয়েছে এক খুদে স্কুল পড়ুয়ার। এদিকে এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। জনতা পুলিশের একটি ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সেইসঙ্গে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথরও নিক্ষেপ করে। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘তোলা তুলতে আর ভোট লুট করতে ব্যস্ত পুলিশ। রাজ্য পুলিশকে শেষ করে দিয়েছেন মমতা।‘ এদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, ‘শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়েছেন মানুষ, আগে ক্ষমা চান।‘