সুন্দরবনে নৌকায় চড়ে মহিলাদের স্লোগান! এবার বিস্ফোরক মন্তব্য বিধায়িকার

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল সুন্দরবনের মহিলাদের প্রতিবাদ নিয়ে মন্তব্য করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
sundarban protest


নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে সুন্দরবনের মহিলা মাঝ নদীতে নৌকায় প্রতিবাদ জানান। এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, "সুন্দরবনের সাহসী নারীরা অভয়ার ব্যানারে ন্যায়বিচারের জন্য নৌকায় প্রতিবাদ করছেন। তাঁদের লড়াই জলে নিয়ে গেছে ! সরকারের নিষ্ক্রিয়তার মুখে তাঁদের এই দৃঢ় সংকল্প অনুপ্রেরণাদায়ক। এই সাহসী আত্মারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছ থেকে সুরক্ষা এবং জবাবদিহিতা দাবি করছে। তবুও তৃণমূল শাসন চোখ বন্ধ করে রয়েছে। এটাই কি  মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্ব? কবে মুখ্যমন্ত্রী শুনতে পাবেন আমাদের মা-বোনদের আওয়াজ? ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না!"

 

অন্যদিকে, রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। তার আগেই ৮ তারিখে সারা রাজ্য জুড়ে আন্দোলনকারীদের ও জুনিয়র চিকিৎসকদের একাধিক কর্মসূচি রয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা রবিবার রাত দখলের ডাক দিয়েছেন। অন্যদিকে, আজকে বিশ্বের একাধিক জায়গায় স্থানীয় সময় পাঁচটার সময় মানববন্ধন করবেন প্রবাসীরা। এছাড়াও রাজ্যের মানুষ সারা দিন জুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। 

agnimitraaak

অন্যদিকে, রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। তার আগেই ৮ তারিখে সারা রাজ্য জুড়ে আন্দোলনকারীদের ও জুনিয়র চিকিৎসকদের একাধিক কর্মসূচি রয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা রবিবার রাত দখলের ডাক দিয়েছেন। অন্যদিকে, আজকে বিশ্বের একাধিক জায়গায় স্থানীয় সময় পাঁচটার সময় মানববন্ধন করবেন প্রবাসীরা। এছাড়াও রাজ্যের মানুষ সারা দিন জুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। 

 tamacha4.jpeg