নিজস্ব সংবাদদাতা: গার্ডেনরিচে বাড়ি ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। আঙুল উঠেছে মেয়র ফিরহাদ হাকিমের দিকে। তাঁর সঙ্গে স্থানীয় কাউন্সিলার শামস ইকবালের নাম জড়িয়েছে।
এবার এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। X হ্যান্ডেলে লেখেন, 'মিনি-পাকিস্তানে বাড়ি ধ্বসে বহু প্রাণহানি হয়েছে, আরো কিছু হবার অপেক্ষায়। এই ব্যাপারে জনাব মেয়র সাহেব নিজের সতীর্থ কাউন্সিলারকে (যিনি বহুমূল্য Aston-Martin গাড়ি চড়েন, এত টাকা কোথা থেকে পেলেন?) বাঁচাবার জন্য এক বেচারা সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে যাচ্ছেতাই গালাগালি করেছেন। এত সহজে পার পাবেন না, সাহেব ! পিকচার অভি বাকি হ্যায়'।