এত সহজে পার পাবেন না, সাহেব! গার্ডেনরিচকাণ্ডে ফিরহাদ হাকিমকে কটাক্ষ BJP নেতার

গার্ডেনরিচকাণ্ডে ফিরহাদ হাকিমকে বিশেষ বার্তা দিলেন বিজেপি নেতা তথাগত রায়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
firhadkmc1

নিজস্ব সংবাদদাতা: গার্ডেনরিচে বাড়ি ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। আঙুল উঠেছে মেয়র ফিরহাদ হাকিমের দিকে। তাঁর সঙ্গে স্থানীয় কাউন্সিলার শামস ইকবালের নাম জড়িয়েছে।

gardenreach

এবার এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। X হ্যান্ডেলে লেখেন, 'মিনি-পাকিস্তানে বাড়ি ধ্বসে বহু প্রাণহানি হয়েছে, আরো কিছু হবার অপেক্ষায়। এই ব্যাপারে জনাব মেয়র সাহেব নিজের সতীর্থ কাউন্সিলারকে (যিনি বহুমূল্য Aston-Martin গাড়ি চড়েন, এত টাকা কোথা থেকে পেলেন?) বাঁচাবার জন্য এক বেচারা সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে যাচ্ছেতাই গালাগালি করেছেন। এত সহজে পার পাবেন না, সাহেব ! পিকচার অভি বাকি হ্যায়'।

tathagata roy11 .jpgAdd 1

 

স

স্ব