নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতিকাণ্ডে আবারও নতুন করে আসরে নামলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, রাজ্যের আরও এক মন্ত্রীর ঘনিষ্ঠতার বিষয়ে হাতে জোরালো তথ্যপ্রমান পেয়েছে ইডি বলে খবর। আর এই নিয়েই এবার আজ শুক্রবার সাত সকালে একপ্রকার বোমা ফাটালেন এই বিজেপি নেতা। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, বাপ রে বাপ ! কত চোর এত চোর এত চোর কত চোর কত চোর এত চোর এত চোর কত চোর কত চোর এত চোর কত চোর এত চোর কত চোর কত চোর এত চোর কত চোর এত চোর কত চোর… !!!