নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ৩৬০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) যা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে বিভিন্ন মহলে। এবার আইনজীবী তথা বিজেপি নেতা (BJP Leader) তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tewari) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে নতুন বার্তা মিলছে। চাকরিহারাদের অনেকেই তা থেকে পাচ্ছে নতুন আশার আলো।
আইনজীবি জানান যে তাঁর করা প্রাথমিকের মামলার সাথে প্যারা টিচার্স কোটাতে (Para Teachers Quota) যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের কোনও সম্পর্ক নেই এবং এই বিষয়টা কোর্টকে জানানো হবে খুব তাড়াতাড়ি। আবার একইসঙ্গে তরুণজ্যোতি লেখেন যে সকল প্যারা টিচারের হয়তো ঠিকঠাক কাগজপত্র আছে। অপ্রশিক্ষিত শিক্ষকদের অ্যাপটিটিউড টেস্ট (Aptitude Test) ও ইন্টারভিউ প্রক্রিয়ায় বেনিয়ম থাকার অভিযোগে চাকরি বাতিল হয়েছে। কিন্তু চাকরিহারাদের অনেকের দাবি, অপ্রশিক্ষিতদের সংখ্যা কম। রয়েছেন ২৭৭০ জন, যাঁরা আগে পার্শ্বশিক্ষক হিসেবে কাজ করছিলেন। তাঁদের পড়ানোর অভিজ্ঞতা আগে থেকেই থাকায় অ্যাপটিটিউড টেস্টের গুরুত্ব কম বলে দাবি করা হচ্ছে তাঁদের ক্ষেত্রে। তাই এই বাতিল প্রক্রিয়া থেকে তাঁদের বাদ দেওয়া উচিত বলেও অনেকে দাবি করেছেন।