কাউন্সিলরকে গ্রেপ্তার! কলকাতা মেয়রের পদত্যাগ! অকপট শুভেন্দু

মেটিয়াব্রুজে মর্মান্তিক ঘটনা নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Probha Rani Das
New Update
suvenduadhgk.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজে একটি নির্মীয়মাণ ভবন ভেঙে পড়ার ঘটনায় পশ্চিমবঙ্গের লোকসভার তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “মধ্যরাতে ভবনটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। এর জন্য সরাসরি দায়ী তৃণমূল ও কলকাতা পুরসভা। এটি ছিল অবৈধ নির্মাণ।

suvendu adhikrti.jpg

তিনি আরও বলেন, “তৃণমূল আমলে কলকাতায় পুলিশ, স্থানীয় কাউন্সিলর ও পুরসভার মদতে ৫ হাজারের বেশি বেআইনি নির্মাণ রয়েছে। মেটিয়াবুরুজে কমপক্ষে ৮০০ অবৈধ নির্মাণ রয়েছে। জমি মাফিয়াদের মতো সব জলাশয় দখল করে নিয়েছে তৃণমূল। স্থানীয় কাউন্সিলরকে গ্রেফতার করে মেয়রকে পদত্যাগ করতে হবে।” 

Add 1

স্ব

স

স