নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারী একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেখানে তিনি দাবি করেছেন মমতা ব্যানার্জির প্রতিবেশীরা নরক যন্ত্রণায় রয়েছেন।
তিনি ট্যুইট করে লেখেন, "হিরক রাণীর রাজত্বে যখন গোটা রাজ্য নরক যন্ত্রণায় কাতরাচ্ছে তখন ওনার বাসস্থান হরিশ চ্যাটার্জি রোডের প্রতিবেশীরা দীর্ঘদিনের যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন। বংশানুক্রমে ওখানে বসবাসকারী অধিবাসীগণ অতিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নামে পুলিশি বাড়বাড়ন্ত নিয়ে। এই যে সকল সহনাগরিকগণ ক্যামেরার সামনে সরাসরি এই অভিযোগ করছেন তাদের কি উত্তর দেবেন মাননীয়া?"
তবে শুভেন্দু অধিকারীর ট্যুইটের এবার পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি সিপিএম-এর প্রচার করছেন বলে প্রশ্ন তুলে দিয়েছেন।
তিনি শুভেন্দুর ট্যুইটের পাল্টা ট্যুইটে বলেন, "আপনি যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী হিসাবে উল্লেখ করেছেন, যারা তাকে অপমান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, আসলে মহিলাটি সেই ওয়ার্ডের সিপিএম প্রার্থী (পরাজিত) এবং তার স্বামী। তাহলে, এখন, সিপিএম কি তাদের প্রচারের জন্য বিজেপি নেতার পদ ব্যবহার করছে? এসব বিষয়ে স্থানীয় লোকজন সচেতন"।