প্রান্তিক-রাজন্যা! 'ঠিক কতটা নোংরা হলে RG Kar এর ঘটনাকে ব্যবহার করা যায়'

বিজেপি নেতার কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
prantikrajanya

নিজস্ব সংবাদদাতা: আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডের সেই ভয়াবহতা এবার পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী। মহালয়ের দিন নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পেতে চলেছে 'আগমনী তিলোত্তমার গল্প'। এটি একটি শর্ট ফিল্ম। স্বল্প দৈঘ্যের এই ছবিতে তিলোত্তমার চরিত্রে অভিনয় করতে চলেছেন অন্যতম জনপ্রিয় এক যুব তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। পোস্টার সামনে আসতেই হৈচৈ। দল নিয়েও চলছে সমালোচনা। ইতিমধ্যে কুণাল ঘোষ জানিয়ে দেন, "আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।"

তরুণজ্যোতি লেখেন, ঠিক কতটা নোংরা হলে RG Kar এর ঘটনাকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা যায় এই মুহূর্তে।।

CBI তদন্ত চলছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে।

নির্যাতিতার পরিবার সম্মতি দিয়েছে বলেও শোনা যায়নি।। 

TMCP নেতাদের নাম আসছে এই ঘটনায় এবং narrative তৈরি করার জন্য আরো দুই তৃণমূল নেতা অর্থাৎ প্রান্তিক এবং রাজন্যা সিনেমা বানাচ্ছে ব্যবসায়িক স্বার্থে।

তৃণমূল বলেই সম্ভব।।

পরিচালকের নাম দেখে GTA নিয়োগ দুর্নীতির কথা মনে পড়ল।। 

বিধাননগর পুলিশ কমিশনার তদন্ত করছিল শুনেছিলাম বিষয়টা নিয়ে।। সেটার কোন খবর আছে?