নিজস্ব সংবাদদাতা: হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ভাইরাল হলেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলাগড়ের জলমগ্ন পরিস্থিতি দেখতে গিয়ে যা বলেছেন সেটাই এখন হাসির বিষয় হয়ে দাঁড়াল। রচনা বলেন, ‘‘কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিচ্ছু নেই। সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। ওরা বলছে, জানিয়েই জল পাঠিয়েছে!’’ জল মাপার ক্ষেত্রে একক হিসাবে কিউসেক আর ভারী বস্তুর ওজন মাপার ক্ষেত্রে কুইন্টাল ব্যবহার করা হয়। শব্দ গুলিয়ে ফেলতেই ভাইরাল এই সাংসদ। সেসব নিয়েই হাজার আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়।
বুধবার হুগলির চাঁদরা, মিলনগর, চরখয়রামারি সহ ভাঙন, প্লাবিত এলাকাগুলি ঘুরে দেখেছেন নায়িকা। সাধারণ মানুষের ক্ষোভের মুখেও পড়েছেন। এর আগে নির্বাচনের সময় রাইস মিলের চিমনির ধোঁয়া দেখে তাঁর করা মন্তব্য "পুরো আকাশটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কত্ত কারখানা" নিয়ে ব্যাপক ট্রোল হয়েছে।
এবার আবার বিজেপি নেতা তথাগত রায় লেখেন, কে-এক রচনা নাকি "কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে" বলে বিলাপ করেছে। এতে অনেকে মজা পাচ্ছেন। মজার কি আছে ? ওর নেত্রী "১৫০০ কেজির বাচ্চা" সম্বন্ধে বলেছিলেন - দিদিমা যেরকম নাতনি তো সেরকমই হবে !