জুনিয়র ডাক্তার, কতগুলো খেঁকুরে নকশাল! কী লিখলেন বিজেপি নেতা?

কি লিখলেন এই নেতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
junior doctor protest nnn

নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানালেন এই বিজেপি নেতা। তবে তাতেও করলেন কটাক্ষ। কিন্তু কেন?

d

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় সমাজে শিহরণ বয়ে গেছে। এভাবে হিংসার ফলে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসা পেশাদার হারিয়ে যাওয়া শুধুমাত্র তার পরিবার ও বন্ধুদের জন্যই নয়, বরং চিকিৎসা সম্প্রদায় এবং সমগ্র সমাজের জন্যও এক বিরাট ক্ষতি। এই অপরাধ, যা আক্রোশ ও বিচারের দাবি জাগিয়েছে, সেইসাথে নারীদের নিরাপত্তা সম্পর্কে চলমান উদ্বেগ এবং এ ধরণের নৃশংসতা দূর করার জন্য ব্যবস্থাপরিবর্তনের জরুরি প্রয়োজন তুলে ধরে।

Protest

তথাগত রায় নিজের X হ্যান্ডেলে লেখেন, "জুনিয়র ডাক্তাররা, আমি আপনাদের অরাজনৈতিক আন্দোলন সর্বান্তকরণে সমর্থন করি। যদিও আপনারা আন্দোলনের ব্যাকরণ জানেন না বলে আপনাদের সাফল্য সম্বন্ধে নিশ্চিত নই, তবু চালিয়ে যান। কিন্তু যদি কতগুলো খেঁকুরে নকশালকে আপনাদের মধ্যে ভিড়তে দেন তবে আপনারা জনসমর্থন হারাবেন নিশ্চয়ই।" 

tathagata roy