নিজস্ব সংবাদদাতা: এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায়। শেখ হাসিনাকে নিয়ে বড় দাবি তার।
বিজেপি নেতা লেখেন, বাংলাদেশী হেলিকপ্টারই শেখ হাসিনাকে ভারতের আগরতলায় পৌঁছে দিয়েছিল। তারাই আবার এখন হাসিনাকে ফেরত চাইছে, আজব ব্যাপার ! বহুকাল আগে আইন ক্লাসে পড়েছিলাম, ইসলামী আইনে হিবা-বিল-ইওয়াজ বলে কিছু আছে, কারুকে একটা উপহার দিয়ে সেটা আবার ফেরত চাওয়া যায়। আমাদের বাংলায় আমরা এদের ‘কালীঘাটের কুকুর’ বলি।