নিজস্ব সংবাদদাতা: এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায়। শেখ হাসিনাকে নিয়ে বড় দাবি তার।
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
বিজেপি নেতা লেখেন, বাংলাদেশী হেলিকপ্টারই শেখ হাসিনাকে ভারতের আগরতলায় পৌঁছে দিয়েছিল। তারাই আবার এখন হাসিনাকে ফেরত চাইছে, আজব ব্যাপার ! বহুকাল আগে আইন ক্লাসে পড়েছিলাম, ইসলামী আইনে হিবা-বিল-ইওয়াজ বলে কিছু আছে, কারুকে একটা উপহার দিয়ে সেটা আবার ফেরত চাওয়া যায়। আমাদের বাংলায় আমরা এদের ‘কালীঘাটের কুকুর’ বলি।