ম্যান মেড বন্যা, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন! তীব্র কটাক্ষ বিজেপি নেতার

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বললেন, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Samik-Bhattacharya


নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দেন। ডিভিসি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, এটা "ম্যান মেড বন্যা"। তাঁর এই মন্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, সঠিক সময়ে যদি রাজ্য সরকার তৎপর হতো, সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হতো।  এত মানুষকে ঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হতো না। মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, "এটা ম্যান মেড বন্যা।"

Mamata Banerjee

শমীক ভট্টাচার্য তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মুখ্যমন্ত্রী প্রতি বছর এক কথা বলেন।  গত বছর তিনি বলেছেন, নিজেই ২ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বানাব। সেজন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন। আমরা ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য অপেক্ষা করলাম। কিন্তু বাজেটে কোথাও ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করলেন না।" 

প্রসঙ্গত, বাংলার বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু হাওড়াতেই প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। 

 tamacha4.jpeg