নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টে শুনানি প্রসঙ্গে বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা মুখ খুললেন।
তিনি বলেছেন, “আজ সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে মেয়ের জন্য ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সত্যকে চাপা দিতে, প্রমাণ নষ্ট করতে এবং ধর্ষককে বাঁচানোর চেষ্টা করছে...এই মামলাকে প্রথমে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছিল, পরিবারকে দেহ দেওয়া হয়নি, তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানো হয়েছিল... রাজ্য সরকারের ভূমিকা ছিল এই সব কিছু প্রচার করতে... ৫০০০ গুন্ডা কলেজে ঢোকে সেখানে পুলিশ কিছুই করতে পারছে না।"
এপ্রেই তিনি বলেন, "প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কি দায়িত্ব নেবেন এবং পদত্যাগ করবেন?"