নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "ভোট পরবর্তী হিংসা নিয়ে আমাদের সমস্ত কর্মী ও সমর্থকদের সমস্যার কথা আমরা শুনেছি। মমতাজি, আপনার আমলে কী হচ্ছে? মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে পারছে না। আমাদের এক দলীয় কর্মীর ভাই খুন হয়েছে, এখন তাকে হুমকি দেওয়া হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নেতা এখানে বসে আছেন, তারা ঈদ করতে যেতে পারছেন না। আপনার রাজ্যে কী হচ্ছে মমতাজি? মহিলা, ওবিসি এবং সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত। এটা কোন ধরনের গণতন্ত্র? মানুষের অধিকার আছে নিজের ঘরে ফেরার। আমাদের দল এই মানুষগুলোর সঙ্গে আছে। আমি আমার দলের লিগ্যাল সেলকে অনুরোধ করছি এই ব্যক্তিদের বিবরণ দিয়ে সুরক্ষা চাইতে হাইকোর্টে আপিল করুন।"