নিজস্ব সংবাদদাতা: আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এবার করলেন এক বিশেষ পোস্ট। বিচারকদের লাইব্রেরিতে এক নতুন মূর্তি স্থাপন নিয়ে এই পোস্ট। কারণ তার রয়েছে বিশেষ গুরুত্ব।
এই আইনজীবী ও বিজেপি নেতা লেখেন, সুপ্রিম কোর্টের judges' library তে প্রতিষ্ঠা করা হলো নতুন Lady of Justice statue র ।।
স্বাধীনতার পরে এতগুলো বছর লেগে গেল আইনের চোখ থেকে কালো পট্টি সরতে।। নতুন মূর্তিতে দুটো পরিবর্তন আছে।।
১. চোখ থেকে পট্টি সরে গেছে যার অর্থ আইন আর অন্ধ নয় এবং আইন চোখ খুলে সবকিছু দেখবে।। এই পট্টি সরার অর্থ হলো স্বচ্ছতা।।
২. দন্ড দেওয়ার জন্য যে sword থাকতো তার বদলে আসলো সংবিধান।। এর অর্থ হল সাংবিধানিক মাপকাঠিতে বিচার করা।।
নতুন মূর্তি অত্যন্ত সুন্দর কিন্তু মূর্তি পাল্টানোর থেকেও বেশি প্রয়োজন মনে হয় ভাবমূর্তি পাল্টানো।। TARIKH PE TARIKH, বিভিন্ন court গুলোতে জজ না থাকা, বিচার প্রক্রিয়ায় দেরি হওয়া ইত্যাদি কারণে মানুষের বিশ্বাস আস্তে আস্তে আইনের উপর থেকে উঠে যাচ্ছে।।
দেওয়ানী মামলা কয়েক প্রজন্ম ধরে চলে, সেগুলোকে একটু পরিবর্তন করা দরকার।।
ন্যায় বিচারের প্রক্রিয়া এবং সাথে সাথে অনেকগুলো আইনের পরিবর্তন দরকার।। CPC কে গঙ্গায় ফেলার সময় এসেছে।।
Modern problems need modern solutions, একটু অন্যভাবে এগোতে হবে না হলে শুধু মূর্তি পরিবর্তন হবে ভাবমূর্তি নয়।।
ভারতবর্ষের মানুষ এখনো কোনো অসুবিধা হলে বলে যে কোর্টে দেখা হবে অর্থাৎ কোর্টের ওপর মানুষের বিশ্বাস আছে ।। এই বিশ্বাসের জন্যই বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এখনো ঠিকঠাক চলছে এবং সেই বিশ্বাস নষ্ট হওয়া উচিত নয়।।
আইন মানুষের জন্য ,মানুষ আইনের জন্য নয়।। ভারতবর্ষের বেশ কিছু আইনকে সময়োপযোগী করার সময় এসেছে।। ফৌজদারি আইনের বেশ কিছু পরিবর্তন হলেও দেওয়ানী আইনের পরিবর্তন হওয়াটা খুব দরকার।।
একজন আইনজীবী হিসেবে এটুকুই প্রার্থনা যে আইনের চোখ খুলুক এবং আইন সবটুকু দেখুক।।
প্রথম পদক্ষেপটা অত্যন্ত ভালো আশা করি পরবর্তী পদক্ষেপ গুলো ভালো হবে।।